শর্তাবলী

 

■ মাসিক প্রদেয় টাকা চলতি মাসের পাঁচ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

■ নির্ধারিত তারিখের মধ্যে প্রদেয় টাকা পরিশোধ না করতে পারলে প্রতিষ্ঠান প্রধানের লিখিত অনুমতি নিতে হবে।

■  ভর্তিকৃত টাকা ফেরত যোগ্য নয়।

 

অভিভাবকের জ্ঞাতব্য বিষয় ও সম্মতি

 

  • প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন জেনে সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিবেন।
  • ছাত্র-ছাত্রীর অভিভাবক এ প্রতিষ্ঠানের অভিভাবক তথা পৃষ্ঠপোষক হিসাবে শিক্ষার মানসহ মাদরাসার সার্বিক উন্নতি জন্য গঠনমূলক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন।
  • ছাত্র-ছাত্রীকে প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন মেনে চলতে সাহায্যে করবেন।
  • ছাত্র-ছাত্রীদের মাদরাসার নিয়ম-কানুন ও আচারণবিধি ভঙ্গ করলে প্রতিষ্ঠানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিবেন।
  • ছুটিতে বাসায় থাকা অবস্থায় পড়াশোনা, নামাজ ও অন্যান্য বিষয়ে তদারকি করবেন। ছাত্র-ছাত্রীদের অগ্রিম ছুটি প্রয়োজন হলে দরখাস্তের মাধ্যমে ছুটি নিবেন।
  • ছাত্র-ছাত্রীদের কাছে মোবাইল, ক্যামেরা, ক্যাসেট প্লেয়ার, রেডিও, বাদ্যযন্ত্র ইত্যাদি দেয়া যাবে না।
  • ছাত্র-ছাত্রী যাতে প্রতারণা, মিথ্যা বলা ও অন্যান্য খারাপ অভ্যাসে জড়িয়ে না পরে সেদিকে নজর রাখা।
  • মাঝে মাঝে সন্তানের পড়াশুনা ও আচারণ সম্পর্কে শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা।
  • শিক্ষকদের সম্মান ও মর্যাদার প্রতি খেয়াল রাখবেন।
  • কোন শিক্ষক ও অফিসের কর্মচারীদের ব্যাপারে কোন অভিযোগ থাকলে মৌখিক/লিখিত আকারে সরাসরি প্রিন্সিপাল বা কর্তৃপক্ষকে জানাতে পারেন।
  • প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ব্যতিত ছাত্রের আবাসিক রুম বা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না।
  • সাক্ষাৎপ্রার্থীকে নির্ধারিত খাতায় নিজের নাম, ছাত্র-ছাত্রীর নাম ও তার সাথে সম্পর্ক উল্লেখ করে অফিস ব্যবস্থাপনায় অফিস রুমে সাক্ষাৎ করতে পারবেন।
  • ভর্তি ফরমে উল্লেখিত ব্যক্তি ব্যতিত অন্য কেউ সাক্ষাৎ, বাসায় নেয়া বা ফোন করতে পারবে না।
  • প্রতি মাসের ১০-৫ তারিখে মধ্য চলতি মাসের যাবতীয় ফি পরিশোধ করবেন এবং বেতন কার্ডে লিখে নিয়ে রশিদ বুঝে নিবেন, রশিদ ব্যতিত লেনদেন করিবেন না।
  • অভিভাবক সমাবেশে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের ও শিক্ষার্থীর মানোন্নয়নে পরামর্শ প্রদান করবেন।
  • শিক্ষক পাঠদানকালে কোন অভিভাবক ক্লাস রুমে অবস্থান করবেন না। (বছরের প্রথম ১৫ দিন প্রয়োজন হলে প্লে ও নার্সারীর অভিভাবকগণ কাছে থাকতে পারবেন।
  • মহিলা অভিভাবকগণ পর্দা সহকারে শালীন পোশাক পরিধান করে মাদরাসায় আগমন করবেন।
  • সন্তানের মেধা বিকাশ ও সার্বিক উন্নতির জন্য আল্লাহর কাছে দু’আ করবেন।